শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবছর বাস্তবায়ন হচ্ছে না শিক্ষার নতুন কারিকুলাম, পাইলটিং ফলের ভিত্তিতে আসবে সিদ্ধান্ত

শরীফ শাওন: [২] প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান সিদ্ধান্ত থাকলেও তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৩] সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২২ সালে নির্ধারিত ১০০টি স্কুলে নতুন কারিকুলামটির পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম ও ষষ্ঠ শ্রেণিকে নিয়ে এক বছরের এই পাইলটিং কার্যক্রম চলবে। পাইলটিং ফল যদি আশানুরুপ সাড়া ফেলে সেক্ষেত্রে ২০২৩ সাল থেকে তা সারাদেশে বাস্তবায়ন করা হবে। খুব বেশি ভালো ফল পেলে সেবছর হয়তো দ্বিতীয় ও সপ্তম শ্রেণিকে যুক্ত করা যেতে পারে। বাকি ক্লাসগুলো ক্রমান্বয়ে ২০২৪ সাল থেকে যুক্ত করা হবে।

[৪] কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ, একবছরের বেশি সময় শিক্ষার্থীরা ক্লাস করতে না পারা এবং পুরোনা ক্লাসের শিখনঘাটতিগুলো মেটাতে গিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] সভায় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

[৬] অপর একটি সূত্র জানায়, এনসিটিবি নতুন কারিকুলাম তৈরি করলেও সময় মতো বই ছাপা শেষ না করতে পারা এবং শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করতে না পারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কারিকুলাম বর্জণের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও নতুন কারিকুলামে পাঠ জটিলতা তৈরি হবে বলেও জানানো হয়। এছাড়াও একাধিক কারণে এনসিটিবির নতুন কারিকুলাম বর্জণের ঘোষণা দেওয়ায় এদিন জরুরি সভা করে উভয় মন্ত্রণালয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়