শরীফ শাওন: [২] প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান সিদ্ধান্ত থাকলেও তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
[৩] সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২২ সালে নির্ধারিত ১০০টি স্কুলে নতুন কারিকুলামটির পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম ও ষষ্ঠ শ্রেণিকে নিয়ে এক বছরের এই পাইলটিং কার্যক্রম চলবে। পাইলটিং ফল যদি আশানুরুপ সাড়া ফেলে সেক্ষেত্রে ২০২৩ সাল থেকে তা সারাদেশে বাস্তবায়ন করা হবে। খুব বেশি ভালো ফল পেলে সেবছর হয়তো দ্বিতীয় ও সপ্তম শ্রেণিকে যুক্ত করা যেতে পারে। বাকি ক্লাসগুলো ক্রমান্বয়ে ২০২৪ সাল থেকে যুক্ত করা হবে।
[৪] কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ, একবছরের বেশি সময় শিক্ষার্থীরা ক্লাস করতে না পারা এবং পুরোনা ক্লাসের শিখনঘাটতিগুলো মেটাতে গিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[৫] সভায় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[৬] অপর একটি সূত্র জানায়, এনসিটিবি নতুন কারিকুলাম তৈরি করলেও সময় মতো বই ছাপা শেষ না করতে পারা এবং শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করতে না পারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কারিকুলাম বর্জণের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও নতুন কারিকুলামে পাঠ জটিলতা তৈরি হবে বলেও জানানো হয়। এছাড়াও একাধিক কারণে এনসিটিবির নতুন কারিকুলাম বর্জণের ঘোষণা দেওয়ায় এদিন জরুরি সভা করে উভয় মন্ত্রণালয়।