সুজন কৈরী: [২] ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
[৩] বুধবার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় র্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
[৪] র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে মাসুম বেকারী এন্ড কনফেকশনারীকে ২ লাখ ৫০ হাজার, আল আমিন সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ, তিতাস বেকারীকে ১ লাখ এবং সততা কনজুমার ফুডস্ প্রোডাক্টকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।
[৫] অর্থদণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে।