শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের মধ্যে আইপিএল চালিয়ে যাওয়া বড় অন্যায়, বললেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস যেনো গ্রাস করেছে গোটা ভারতকে। যে কারণে চলমান আইপিএল ছেড়ে এর মধ্যে বিদেশী কয়েকজন ক্রিকেটার চলে গেছেন। এই তালিকায় রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। আইপিএল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিদেশী তারকা ক্রিকেটাররা। শুধু ক্রিকেটাররা নয়, বিভিন্ন খেলার আন্তর্জাতিক তারকারাও করছেন সমালোচনা। তবুও এসব সমালোচনা যেন কানে যায় না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের।

[৩] আইপিএলের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা গ্যারি লিনেকার। বিস্ময় প্রকাশ করে লিনেকার টুইট করেছেন, আইপিএল দারুণ বিনোদন হলেও দেশটির চরম সঙ্কটাপন্ন সময়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াটা অনেক বড় অন্যায়।

[৪] আইপিএল আমি নিজেও দেখি। ক্রিকেটের উপভোগ্য একটা মঞ্চ কিন্তু, করোনা মহামারিতে দেশটির এই চরম সঙ্কটাপন্ন সময়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়াটা অনেক বড় অন্যায় হচ্ছে। যেখানে রানের চেয়েও দ্রুতগতিতে প্রাণ হারাচ্ছে মানুষ।

[৫] ভারতের রবীচন্দ্রন অশ্বিন ছাড়াও অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন চলে গেছেন নিজ দেশে। বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন বিদেশি খেলোয়াড়েরা। মুম্বাই ইন্ডিয়ানসের অজি ব্যাটসম্যান ক্রিস লিন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে আর্জি করেছেন, টুর্নামেন্ট শেষে যেন চার্টার্ড ফ্লাইটে দেশে নেয়া হয়।

[৬] ক্রিকেটারদের এমন উদ্বিগ্ন হতে দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, খেলোয়াড়রা যেন দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন না হয়। প্রয়োজনে ভারতীয় বোর্ড তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে। - জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়