শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমুদিনী নির্সিং কলেজের এমএসসি ইন নার্সিং ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করলেন বিএসএমএমইউ’র উপচার্যর

শাহীন খন্দকার: [২] বুধবার বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে প্রশাসনিক সভায় এক জুম মিটিং এ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা কুমুদিনী নার্সিং কলেজে এমএসসি ইন নার্সিং কোর্স এর ওরিয়েন্টশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন।

[৩] এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১হাজার ৫৫২ জন কোভিড ১৯ এর টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ ২৮ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৫ হাজার ১ শত ৭২ জন।

[৪] বুধবার বিএসএমএমইউ টিকা কেন্দ্রে টিকা নিয়েছেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার প্রমুখ। বেতার ভবনের পিসিআর ল্যাবে ২৮ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার ৭ শত ২৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ৯২ হাজার ৭ শত ১৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩ শত ৭১ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭ শত ৩৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৯ শত ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ১৪২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়