শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমুদিনী নির্সিং কলেজের এমএসসি ইন নার্সিং ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করলেন বিএসএমএমইউ’র উপচার্যর

শাহীন খন্দকার: [২] বুধবার বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে প্রশাসনিক সভায় এক জুম মিটিং এ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা কুমুদিনী নার্সিং কলেজে এমএসসি ইন নার্সিং কোর্স এর ওরিয়েন্টশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন।

[৩] এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১হাজার ৫৫২ জন কোভিড ১৯ এর টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ ২৮ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৫ হাজার ১ শত ৭২ জন।

[৪] বুধবার বিএসএমএমইউ টিকা কেন্দ্রে টিকা নিয়েছেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার প্রমুখ। বেতার ভবনের পিসিআর ল্যাবে ২৮ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার ৭ শত ২৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ৯২ হাজার ৭ শত ১৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩ শত ৭১ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭ শত ৩৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৯ শত ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ১৪২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়