শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম অনাবাসিক রাষ্ট্রদূত হিসাবে গিনি বিসাউ এ বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] গিনি বিসাউয়ের রাষ্ট্রপতি উমরাও মোকতার সিসোকো এমবালোর কাছে তার পরিচয় পত্র পেশ করেছেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

[৩] বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রদূত বাংলাদেশ এবং গিনি বিসাউয়ের ঐতিহাসিক সাদৃশ্যের কথা উল্লেখ করে বলেন যে উভয় দেশই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে এবং একইসঙ্গে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে।

[৪] অতীতে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকলেও আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলেও রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

[৫] বাংলাদেশে গিনি বিসাউয়ের অনাবাসিক রাষ্ট্রদূত পাঠানো হলে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে রাষ্ট্রদূত মত প্রকাশ করেন।

[৬] বাংলাদেশ থেকে সুলভ মূল্যে উন্নতমানের তৈরি পোশাক, ওষুধ সামগ্রী, সিরামিক, ইলেক্ট্রনিকস, সফটওয়্যার, বাইসাইকেল, মোটরসাইকেল ও জাহাজ আমদানি করতে পারে বলেও জানান রাষ্ট্রদূত।

[৭] বাংলাদেশের অগ্রযাত্রার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘সাউথ-সাউথ কো-অপারেশন’র আওতায় বাংলাদেশ ও গিনি বিসাউ গ্রামীণ উন্নয়ন এবং কৃষিখাতে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে কাজ করতে পারে।

[৮] জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যুতে বিভিন্ন বহুপাক্ষিক সংস্থাগুলোতে দু’দেশের একযোগে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

[৯] রাষ্ট্রদূত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘ এবং ওআইসি এর মতো বহুপাক্ষিক সংস্থায় গিনি বিসাউয়ের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়