তাহমীদ রহমান: [২] দেশটির প্রসিকিউটররা জানান, গতকাল সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহ আগে বিদ্রোহীদের সঙ্গে সম্মুখযুদ্ধে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি নিহত হন। দ্যা আস্ট্রেলিয়ান
[৩] সব ধরনের বিক্ষোভের ওপর সামরিক বাহিনী নিষেধাজ্ঞা জারির পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির নিহত হওয়ার এক সপ্তাহ পর বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিক্ষোভে নামার আহ্বান জানায় বিরোধী দলগুলো।
[৪] এদিকে গত সোমবার আলবার্ট পাহিমি পাদাককে বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সামরিক কাউন্সিল। তবে বিরোধী দলগুলো দেশটিতে পুরোপুরি বেসামরিক সরকারের দাবি জানিয়ে আসছে।
[৫] ৩০ বছরের বেশি সময় ধরে চাদের রাষ্ট্রক্ষমতায় ছিলেন ইদ্রিস ডেবি। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পর তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়। বেঁচে থাকলে তিনি ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসতেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল