স্পোর্টস ডেস্ক: [২] আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের। বরাবরের মতো ফুটবলে এবারও মাঠ মাতাবে ব্রাজিল। ব্রাজিলের এই দলে এবার মহাতারকা নেইমার জুনিয়রকে পাওয়ার আশা করছেন দেশটির অলিম্পিক দলের কোচ আন্দ্রে জারদিন।
[৩] অলিম্পিকের ফুটবল ইভেন্টে সাধারণত ২৩ বছর কিংবা তার কম বয়সী প্লেয়াররা অংশ নিতে পারে। এমন না যে ২৩ বছরের বেশি বয়সী কাউকে একেবারেই দলে রাখার সুযোগ নেই। সুযোগ অবশ্যই আছে তবে তা মাত্র তিন জনেই সীমাবদ্ধ।
[৪] সেই তিন পরিণত তারকার মধ্যে এবার নেইমারকে নিতে চাইছেন ব্রাজিল অলিম্পিক দলের কোচ আন্দ্রে জারদিন। গত বছরই অলিম্পিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক’রোনাভাইরাসের কারণে সেটা হয়ে উঠেনি। তবে চলতি বছর সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
[৫] ২০১৬ সালে অর্থাৎ অলিম্পিকের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার ব্রাজিল অলিম্পিক দলের সঙ্গী ছিলেন নেইমার। এবারও এই সুপারস্টারকে চায় ব্রাজিল কোচ।
[৬] তিনি বলেন, কোন সন্দেহ ছাড়াই আমি তাকে চাই। আমরা চাই যতটা সম্ভব শক্তিশালী দল নিয়ে অলিম্পিকে যেতে। নেইমার বর্তমানে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে সেরা যে কিনা বড় একটি ক্লাবেও খেলে।
[৭] সম্ভবত সে তার ক্যারিয়ারের সেরা ছন্দে আছে। তার থাকা মানে আমাদের দলে অবশ্যই বাড়তি কিছু যুক্ত হওয়া। যদিও আমরা জানি যে পরিস্থিতি এখন কঠিন। -বিবিসি