এইচএম দিদার: [২] এবার করোনা কেন্দ্রিক লকডাউনে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ তৎপরতা কম ছিলো এ উপজেলায়। এমন সময় কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে মানবিকার অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লার (দাউদকান্দি সার্কেল) এএসপি মো.জুয়েল রানা।
[৩] সোমবার (২৬ এপ্রিল) তাঁর পরিচালিত" নিরাপদ ফাউন্ডেশন" এর উদ্যোগে তিনি দাউদকান্দিতে করোনায় কর্মহীন হয়ে পরা অসহায় পরিবার এর মাঝে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন।"