শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের ভোররাতে আহ্বায়ক কমিটির ঘোষণা ‘শাক দিয়ে মাছ ঢাকার' চেষ্টা’: নানক

মনিরুল ইসলাম : [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে ভোররাতে আহ্বায়ক কমিটির ঘোষণা ‘শাক দিয়ে মাছ ঢাকার' চেষ্টা’ ।

[৩] তিনি বলেন, ধর্মের নামে নাশকতা চালানো এ সংগঠনকে আর সুযোগ দেওয়া যাবে না । হেফাজতের যারা মাদ্রাসা ও মসজিদকে কলঙ্কিত করেছে, মাদ্রাসা ও মসজিদের পবিত্রতা রক্ষায় তাদের আর ঢুকতে দেওয়া যাবে না।

[৪] সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দাতে 'শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মের 'শস্য কর্তন' উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন নানক।

[৫] নানক বলেন, বিএনপি, জামায়াত আর হেফাজত ‘একেক সময় একেক রূপ । হেফাজত নেতা জুনাইদ বাবুনগরী এবং মামুনুল হকদের ‘নতুন লেবাসেই’ তা প্রকাশ পেয়েছে।

[৬] 'শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শ্যামল, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সহ- সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়