আল আমীন: [২] প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
[৩] সোমবার দুপুরে রফিক উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ২৬০ জন হিজরাকে উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়।
[৪] এসব খাদ্য সহায়তা বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সভাপতি মো.এহতেশামুল আলম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রমূখ।