শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন মা

মোহনগঞ্জ(নেত্রকোনা) প্রতিনিধি: [২] নেত্রকোনার মোহনগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেছেন তার মা।

[৩] রোববার বিকালে উপজেলার গাগলাজুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফার স্ত্রী হেলেনা বেগম নিজেই বাদি হয়ে তার মাদকাসক্ত ছেলে আব্দুল আওয়াল মবিনের (৩৫) বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখত অভিযোগ দায়ের করেন।

[৪] অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার গাগলাজুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফার মাদকাসক্ত ছেলে আব্দুল আওয়াল মবিন দীর্ঘদিন ধরে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছে। এলাকার বিভিন্ন লোকজনের সাথে খারাপ আচরনসহ ঝগড়া-ঝাটি করে সে। তখন থেকেই তাকে ভাল করার জন্য তার মা হেলেনা আক্তারসহ তার আত্মীয়-স্বজনেরা চেষ্টা করে আসছিল। এমনকি তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন লোকজনের সাথে মারামারি করার অপরাধে থানায় একাধিক অভিযোগও রয়েছে।

[৫] এ অবস্থায় মবিন বেশ কিছুদিন ধরে মাদকের টাকাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তার মা হেলেনা বেগমসহ পরিবারের লোকজনের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। এমনকি পরিবারের লোকজন তার কথার অবাধ্য হলে সে তার মাসহ পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালমন্দ করত এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করত। এমনকি সে তার মাসহ পরিবারের লোকজনদেরকে মারধোর করারও চেষ্টা করে।

[৬] অবশেষে নিরুপায় হয়ে তার মা থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

[৭] এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্য মো, আব্দুল আহাদ খান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়