শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন: আসুন আর ভয় না দেখাই

খালেদ মুহিউদ্দীন: বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে আছে বলে করোনার জন্যও আমাদের অনুভূতি তৈরি হয়েছে। আমার কথা কাউকে সেই অনুভূতিতে আঘাত দিতে পারে ধরে নিয়ে আগাম মাফ চেয়ে রাখলাম। তো কথাটা বলেই ফেলি। আসুন আমরা নিজেদের বা অন্যদের ভয় দেখানো বন্ধ করি। আমরা নিশ্চয়ই এতোদিনে বুঝতে পেরেছি যে, এতো ছোট একটা দেশে এতো লোকের পক্ষে ঘরে থাকা সম্ভব না। আর ঘর? ভাইরে আমরা এক বাথরুম ১০ পরিবার ব্যবহার করি আর এক রান্নাঘরে ২০ পরিবার। আমাদের অনেকেরই দিন আনি দিন খাই। তাই আমাদের বাইরে বের হতেই হবে।

যাদের একক বাসা আর নিয়মিত আয়ের ভরসা আছে তাদের প্রতি কাতর অনুরোধ, অন্যের আচরণ নিয়ে হাসার আগে একটু বাস্তবতাও ভাইবেন। মানুষ মরণশীল আর ইন্ডিয়া অনেক মানুষের দেশ। যেকোনো সময়ই শ্মশানের ছবি তুললে অনেকগুলো চিতা জ্বলতে দেখার কথা। তাই ওই দেশের কথা বলে এইখানে আর ডর দেখাইয়েন না।

আরেকটা বিষয় করোনা হইলে, এমনকি সামান্য শ্বাসকষ্ট হইলেই আপনার অক্সিজেন লাগবো এমন ভাইবেন না। বরং এই নিয়া বেশি দুশ্চিন্তা কইরা আপনের অক্সিজেন গ্রহণক্ষমতা কমে যেতে পারে।

সবশেষ অনুরোধ, আপনারা এতো মৃত্যুসংবাদ ফেসবুক টাইমলাইনে শেয়ার কইরেন না। মানে পরিবারের কেউ হইলে বা আপনার প্রিয় বন্ধু বা মান্যগণ্য কেউ মারা গেলে আর আপনে চাইলে অবশ্যই দেবেন। কিন্তু খালি ট্রেন্ড মাইনা খালাত বোনের চাচা শ্বশুরকেও করোনা নিয়ে গেলো ধরনের স্ট্যাটাস না দিলে ভালো হয় আর কী! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়