শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন: আসুন আর ভয় না দেখাই

খালেদ মুহিউদ্দীন: বেশ কিছুদিন ধরে আমাদের সঙ্গে আছে বলে করোনার জন্যও আমাদের অনুভূতি তৈরি হয়েছে। আমার কথা কাউকে সেই অনুভূতিতে আঘাত দিতে পারে ধরে নিয়ে আগাম মাফ চেয়ে রাখলাম। তো কথাটা বলেই ফেলি। আসুন আমরা নিজেদের বা অন্যদের ভয় দেখানো বন্ধ করি। আমরা নিশ্চয়ই এতোদিনে বুঝতে পেরেছি যে, এতো ছোট একটা দেশে এতো লোকের পক্ষে ঘরে থাকা সম্ভব না। আর ঘর? ভাইরে আমরা এক বাথরুম ১০ পরিবার ব্যবহার করি আর এক রান্নাঘরে ২০ পরিবার। আমাদের অনেকেরই দিন আনি দিন খাই। তাই আমাদের বাইরে বের হতেই হবে।

যাদের একক বাসা আর নিয়মিত আয়ের ভরসা আছে তাদের প্রতি কাতর অনুরোধ, অন্যের আচরণ নিয়ে হাসার আগে একটু বাস্তবতাও ভাইবেন। মানুষ মরণশীল আর ইন্ডিয়া অনেক মানুষের দেশ। যেকোনো সময়ই শ্মশানের ছবি তুললে অনেকগুলো চিতা জ্বলতে দেখার কথা। তাই ওই দেশের কথা বলে এইখানে আর ডর দেখাইয়েন না।

আরেকটা বিষয় করোনা হইলে, এমনকি সামান্য শ্বাসকষ্ট হইলেই আপনার অক্সিজেন লাগবো এমন ভাইবেন না। বরং এই নিয়া বেশি দুশ্চিন্তা কইরা আপনের অক্সিজেন গ্রহণক্ষমতা কমে যেতে পারে।

সবশেষ অনুরোধ, আপনারা এতো মৃত্যুসংবাদ ফেসবুক টাইমলাইনে শেয়ার কইরেন না। মানে পরিবারের কেউ হইলে বা আপনার প্রিয় বন্ধু বা মান্যগণ্য কেউ মারা গেলে আর আপনে চাইলে অবশ্যই দেবেন। কিন্তু খালি ট্রেন্ড মাইনা খালাত বোনের চাচা শ্বশুরকেও করোনা নিয়ে গেলো ধরনের স্ট্যাটাস না দিলে ভালো হয় আর কী! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়