হারুন-অর-রশীদ : ফরিদপুরের সদরপুরে ৪০০ পিচ ইয়াবাসহ ইমরান ব্যাপারী (৩০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
উপজেলার নাজিম কাজীর ডাঙ্গী এলাকা হতে ওই ব্যাক্তিকে আটক করে ফরিদপুরের গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার তাকে আটক করা হয়। সে ওই এলাকার মোঃ ছুরাপ ব্যাপারীর ছেলে। আজ শনিবার (২৪ এপ্রিল) ফরিদপুরের ডিবির ওসি সুনীল কর্মকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সুনীল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমরান ব্যাপারী নামের এক ব্যক্তিকে ৪০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তিনি বলেন, এসময় তার কাছে ইয়াবা বিক্রির নগদ তিন হাজার টাকা পাওয়া যায়।সম্পাদনা: সাদেক আলী