সুমাইয়া ঐশী: [২] ইতোমধ্যেই বিষয়টি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯১৫-১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলকালে অটোমান সাম্রাজ্যে ১.৫ মিলিয়ন আর্মেনিয়ানকে হত্যা করা হয়। এই ঘটনাকেই এত বছর পর গণহত্যার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিলেন বাইডেন। আল জাজিরা, ব্লুমবার্গ, রয়টার্স
[৩] মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ প্রথম নিলেন বাইডেন। শুক্রবার এই পরিকল্পনার কথা এরদোগানকে জানান বাইডেন। ইতোমধ্যে জুনে ব্রাসেলসের ন্যাটো সম্মেলনে অংশ নিতে সম্মতি প্রকাশ করেছেন দুই প্রেসিডেন্ট।
[৪] এর আগে আর্মেনিয়ানদের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে তুরস্ক। তবে এই ঘটনা পরিকল্পিত ছিলো বা গণহত্যা চালানো হয়েছে বলে স্বীকার করেনি দেশটি। শুক্রবার এ পরিকল্পনার কথা প্রকাশ করে বলা হয়েছে, এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে খুব দ্রুত।
[৬] এদিকে, বাইডেনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ফাহরেতিন আলতুন বলেন, এই অপবাদ যুক্তিহীন, এর মধ্যে কোনও সত্যতা নেই। এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক চাল। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল