জিএম মিজান : [২] জেলার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে রোজামনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোজামনি পৌর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
[৩] শনিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] জানা যায়, দুপচাঁচিয়া পৌর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে রোজামনি দুপুরে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। অসাবধানতাবশত খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে সে পানিতে তলিয়ে যায়। রোজমনির বাড়ির লোকজন অনেক খোঁজাখুজিঁ না পেয়ে পুকুরে খোজতে গিয়ে দেখে রোজমনির ভাসমান দেহ দ্রুত তাকে পানি থেকে উপরে দেখা যায় সে মারা গেছে। রোজমনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[৫] দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদক-কে বলেন, রোজমনির মৃত্যুতে তার পরিবারের সদস্যদের কারও প্রতি অভিযোগ না থাকায়, লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ