ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২০ এপ্রিল) দেশে বয়ে গেছে বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এরপর দুদিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিতে আবহাওয়া কিছুটা নমনীয় ছিল। তবে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টাতেও এ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। তবে সিলেটে দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির।
শুক্রবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে পাওয়া গেল এমন চিত্র। আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।
বৃহস্পতিবারের (২২ এপ্রিল) চেয়ে শুক্রবারে তাপমাত্রা বেড়েছে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়; ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আগামীতে এ তাপমাত্রা আরও বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা এবং খেপুপাড়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দাবদাহটি বিস্তৃত হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আর সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। ঢাকা পোস্ট