শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: জঙ্গি দমনে পুলিশের ঈর্ষণীয় সাফল্য এবং সম্প্রতিক ঘটে যাওয়া কিছু অমানবিক চিত্র

রবিউল আলম: পুলিশের বীরত্ব গাথার ইতিহাস বাংলার স্বাধীনতা সংগ্রাম রাজারবাগ আক্রমণ থেকে। জঙ্গি, ডাকাত, মৌলবাদের মরণছোবল থেকে বাংলাদেশ পুলিশ আমাদের নিরাপদ আশ্রয়স্থল করে দিলো, জাতির সেই গর্বিত পুলিশ বাহিনীর কিছু সদস্যের অপরিণামদর্শী কর্মের জন্য প্রশ্নবিদ্ধ করে পুরো পুলিশ বাহিনীকে, মূল্য দিতে হয় জাতিকে। সরকার ও রাজনীতিকে হেও প্রতিপন্ন হতে হয়। পঙ্গু রিকশা চালকের আত্মচিৎকার, অবুজ শিশুর কানমলা, অসহায় আওয়ামী লীগ কর্মীকে মাদকসহ চালান করা, মুক্তিযোদ্ধা সংসদ অফিসে তাস খেলার অপরাধে থানায় নিয়ে বসিয়ে রাখা প্রশ্নবিদ্ধ হতো না। যদি ক্ষমতাশালী টাকাওলারা অবাধে মাদক ব্যবসা চালিয়ে না যেতে পারতো।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, মাদক কারবারীদের জন্য থানায় কোনো সুপারিশ না করা, আশ্রয়-প্রশ্রয় না দেওয়া। আমার এমপি আলহাজ্ব মো. সাদেক খান এবং আমরা লোকাল রাজনীতির সাথে যুক্ত অক্ষরে অক্ষরে মেনে চলছি। এমনকি লাঠি হাতে, বাশি মুখে মাদক ব্যবসায়ীদের বিতারিত ও আইনের কাছে হস্তান্তর করেছি। জেনেভা ক্যাম্পসহ রায়েরবাজার একাধারে অভিযান পরিচালিত হয়। পুলিশ-জনতার সেই অভিযান ছিলো আলোচিত। এখন আওয়ামী লীগ অফিস, কাউন্সিলের অফিসের পাশেই অবাধে মাদক বিক্রি হচ্ছে, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারের উন্নয়ন ও অর্জন মাদকের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না, হতে দেওয়া যায় না। বাংলাদেশের পুলিশ মাটির নিচ থেকে অপরাধী বের করে আনতে পারে, তারা মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না? চাইলে অবশ্যই পারবে। লেখক : মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়