শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বুরকিনা ফাসোর ট্রায়ালে অক্সফোর্ডের ম্যালেরিয়া ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত

মাহামুদুল পরশ: [২] আফ্রিকায় মোট ১২ মাসের ট্রায়েলে ৭৭ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে অক্সফোর্ডের জেননে ইনিস্টিটিউডের ম্যালেরিয়া ভ্যাকসিনটি। সম্পূর্ণ ট্রায়েলে মোট ৪৫০ জন শিশুর উপর এই ভ্যাকসিনটি পরিক্ষা করা হয়েছে। দ্যা গার্ডিয়ান
[৩] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেননে ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক আদরিয়ান হিল এক বিবৃতিতে বলেছেন,আমি বিশ্বাস করি যে এই ভ্যাকসিনের প্রয়োগের ফলে আফ্রিকায় ম্যালেরিয়ার ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে আসবে।
[৪] তিনি আরও বলেন, আমরা আশা করছি এই ভ্যাকসিনটি ব্যাবহারের ফলে আফ্রিকায় মৃতের সংখ্যা যা এখন প্রতি বছর কয়েক হাজার, নামিয়ে নিয়ে আসতে পারবে।
[৫] আফ্রিকায় ম্যালেরিয়া এখনো বিপুল পরিমানে প্রাণ কেড়ে নিচ্ছে। আফ্রিকার স্থানীয় বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনূযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৪ লাখ শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
[৬] আরেকটি বিবৃতিতে হিল জানিয়েছেন, ম্যালেরিয়ার এই ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। ঐ বিবৃতিতে তিনি বলেন, ম্যালেরিয়া এই মাহাদেশে এখন পর্যন্ত করোনার চাইতেও বেশি মানুষ মারা গিয়েছে। তাই এই ভ্যাকসিনটিকে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়