শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বুরকিনা ফাসোর ট্রায়ালে অক্সফোর্ডের ম্যালেরিয়া ভ্যাকসিন কার্যকর বলে প্রমাণিত

মাহামুদুল পরশ: [২] আফ্রিকায় মোট ১২ মাসের ট্রায়েলে ৭৭ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে অক্সফোর্ডের জেননে ইনিস্টিটিউডের ম্যালেরিয়া ভ্যাকসিনটি। সম্পূর্ণ ট্রায়েলে মোট ৪৫০ জন শিশুর উপর এই ভ্যাকসিনটি পরিক্ষা করা হয়েছে। দ্যা গার্ডিয়ান
[৩] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেননে ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক আদরিয়ান হিল এক বিবৃতিতে বলেছেন,আমি বিশ্বাস করি যে এই ভ্যাকসিনের প্রয়োগের ফলে আফ্রিকায় ম্যালেরিয়ার ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে আসবে।
[৪] তিনি আরও বলেন, আমরা আশা করছি এই ভ্যাকসিনটি ব্যাবহারের ফলে আফ্রিকায় মৃতের সংখ্যা যা এখন প্রতি বছর কয়েক হাজার, নামিয়ে নিয়ে আসতে পারবে।
[৫] আফ্রিকায় ম্যালেরিয়া এখনো বিপুল পরিমানে প্রাণ কেড়ে নিচ্ছে। আফ্রিকার স্থানীয় বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনূযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৪ লাখ শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
[৬] আরেকটি বিবৃতিতে হিল জানিয়েছেন, ম্যালেরিয়ার এই ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। ঐ বিবৃতিতে তিনি বলেন, ম্যালেরিয়া এই মাহাদেশে এখন পর্যন্ত করোনার চাইতেও বেশি মানুষ মারা গিয়েছে। তাই এই ভ্যাকসিনটিকে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়