শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৪.৩০ টায় ঢাকা কলেজের সমানে পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক সহকারি অধ্যাপক আনোয়ার মাহমুদ, দক্ষিণায়ণ হলের তত্ত্বাবধায়ক সহকারি অধ্যাপক নাসির হোসেন, উত্তর হলের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম।

এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, করোনা মহামারির মধ্যে ছাত্রলীগের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। লকডাউন অবস্থায় যখন গরিব ও অসহায় মানুষ খাবার যোগাতে হিমশিম খাচ্ছে সেই মুহুর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ ভবিষ্যতেও গণমুখি কর্মকাণ্ড অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা কলেজের যুগ্ন-আহ্বায়ক সুভ্রদেব হালদার বাপ্পি বলেন, গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরিব, অসহায় মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি ও ঢাকা কলেজের যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন শিকদার লিপু বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে সে সময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করেছি। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের কাজ অব্যহত রাখবে বলে জানান এই নেতা।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফুয়াদ হাসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতোই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। করোনা ও পবিত্র রমজান উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ গরিবদের মাঝে ইফতার বিতরণ তার একটি উদাহরণ মাত্র।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শফিকুল ইসলাম কোতোয়াল, জাফর আহমেদ ইমন, শাহ আলম মোল্লা জুয়েল, তানভীর আব্দুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হোসেন সৈকত, সদস্য আশিক বাপ্পি, এইচ এম রোমান। এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফুয়াদ হাসান, শেখ মিথুন, সদস্য প্রশান্ত কুমার দাস, জসিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়