শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারুন রশিদ: বিবাহ কোনো ছেলেখেলা নয়, নয় কোনো ভোগ-বিলাসের আয়োজন

হারুন রশিদ : মুসলিম আইন অনুযায়ী বিবাহ একটি সম্পর্ক যা শুরু হয় চুক্তি সম্পাদনের মাধ্যমে। তবে এই চুক্তির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তালাকের মাধ্যমে এই চুক্তি শেষ করা যায়। কিন্তু তালাকেরও বেশ কিছু শর্ত আছে। কেউ চাইলেই যখন খুশি বিয়ে করলো আর যখন ইচ্ছা তালাক দিয়ে চুক্তির সমাপ্তি ঘটালো, এমনটা করতে পারে না। পবিত্র কোরআনে নিজ দাসীদের সঙ্গে মেলামেশার অনুমতি আছে। তবে তার আগে সংশ্লিষ্ট দাসীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাধ্যবাধকতা আছে। কোনো মালিক ইচ্ছা করলেই তার সব দাসীকে বিয়ে করতে পারে না। বিবাহের যা কিছু শর্ত আছে, তা কোনো দাসী বিবাহের ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ একজন কোথাও গেলো আর সেখানে থাকাকালীন সময়ে প্রয়োজন মেটানোর জন্য বিয়ে করলো এবং প্রয়োজন শেষে বিবাহ সম্পর্ক শেষ করে সে জায়গা থেকে চলে এলো, এমন ব্যবস্থা ইসলামে নেই। বিবাহ কোনো ছেলেখেলা নয়। নয় কোনো ভোগ বিলাসের আয়োজন।
বিবাহ একটি বন্ধন, যার সাথে যুক্ত ভালোবাসা, মায়া, সম্মান, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শৃঙ্খলা। কেউ যদি গোপনে অন্য নারীর সাথে সম্পর্ক করে এবং সেসব সম্পর্ক ফাঁস হওয়ার পর বলে, সে কোনো বাড়ি, রিসোর্ট বা হোটেলে সময় কাটানোর জন্য (আসলে ফুর্তি করার উদ্দেশ্যে) নির্দিষ্ট সময়ের জন্য এক বা একাধিক নারীকে ‘চুক্তিভিত্তিক বিবাহ’ করেছে তবে তা কোনো বিধি-বিধান দ্বারা সমর্থিত হবে না। শরিয়তের বিধানে তো নয়ই। ইসলামের বিধান অনুযায়ী এরূপ ব্যাভিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কঠিন শাস্তি প্রাপ্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়