শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তের বুকে বিঁধছে হাসপাতালে ওয়াসিমের শেষ হাসি

অনলাইন ডেস্ক: দেশের ফ্যান্টাসি ঘরানার সিনেমার অঘোষিত ‘রাজপুত্র’ ওয়াসিম। এক শ্রেণীর দর্শকের নয়নের মণি ছিলেন এই ড্যাশিং হিরো। বলা হয়ে থাকে, ‘ওয়াসিমের সিনেমা ফ্লপ করে না’। অর্থাৎ প্রযোজকের মুখে হাসি ফোটাতেন তিনি। সেই অপ্রতিদ্বন্দ্বী নায়কের শেষ হাসি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ১৮ এপ্রিল ওয়াসিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় হাস্যজ্জ্বল এই বরেণ্য অভিনেতাকে। মূলত এটিই এই অভিনেতার শেষ ছবি। ছবিটি তুলেছেন উপস্থাপিকা বুসরা চৌধুরী।

বুসরা জানান, মৃত্যুর মাত্র ক’দিন আগে হাসপাতালে তিনি ওয়াসিমকে দেখতে যান। সেসময় তিনি ছবিটি তোলেন। এর আগে তিনি ওয়াসিমকে অনুরোধ করেন হাসতে। তার আবদার ফিরিয়ে দেননি ওয়াসিম। তিনি অসুস্থতার শত কষ্ট ক্ষণিকের জন্য আড়াল করে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছিলেন।

বুসরা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানতাম না, এ ছবিটি হবে ওয়াসিম ভাইয়ের জীবনের শেষ ছবি!

নায়ক ওয়াসিম বেশ কিছুদিন হলো বাসায় শয্যাশায়ী ছিলেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় পরিবার তাকে বিদেশে নিতে পারেনি। ব্রেন, নার্ভ ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম। - রাইজিংবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়