শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তের বুকে বিঁধছে হাসপাতালে ওয়াসিমের শেষ হাসি

অনলাইন ডেস্ক: দেশের ফ্যান্টাসি ঘরানার সিনেমার অঘোষিত ‘রাজপুত্র’ ওয়াসিম। এক শ্রেণীর দর্শকের নয়নের মণি ছিলেন এই ড্যাশিং হিরো। বলা হয়ে থাকে, ‘ওয়াসিমের সিনেমা ফ্লপ করে না’। অর্থাৎ প্রযোজকের মুখে হাসি ফোটাতেন তিনি। সেই অপ্রতিদ্বন্দ্বী নায়কের শেষ হাসি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ১৮ এপ্রিল ওয়াসিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় হাস্যজ্জ্বল এই বরেণ্য অভিনেতাকে। মূলত এটিই এই অভিনেতার শেষ ছবি। ছবিটি তুলেছেন উপস্থাপিকা বুসরা চৌধুরী।

বুসরা জানান, মৃত্যুর মাত্র ক’দিন আগে হাসপাতালে তিনি ওয়াসিমকে দেখতে যান। সেসময় তিনি ছবিটি তোলেন। এর আগে তিনি ওয়াসিমকে অনুরোধ করেন হাসতে। তার আবদার ফিরিয়ে দেননি ওয়াসিম। তিনি অসুস্থতার শত কষ্ট ক্ষণিকের জন্য আড়াল করে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছিলেন।

বুসরা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানতাম না, এ ছবিটি হবে ওয়াসিম ভাইয়ের জীবনের শেষ ছবি!

নায়ক ওয়াসিম বেশ কিছুদিন হলো বাসায় শয্যাশায়ী ছিলেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় পরিবার তাকে বিদেশে নিতে পারেনি। ব্রেন, নার্ভ ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম। - রাইজিংবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়