শিরোনাম
◈ তিন লাল কার্ডের ম‌্যা‌চে নাপোলির জয় ◈ বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি এখনো বদলায়নি ◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপার লিগ যেন ভারতের মাটিতে তিন দিনের টেস্ট, বললেন মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক :[২] ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে গেলো কয়েকদিন উত্তাল ছিল ফুটবল বিশ্ব। এই আয়োজনে যোগ দিচ্ছিল একের পর এক ক্লাব। তবে এসবের মাঝে মাত্র দুই দিনের মাথায় ভেঙে পড়েছে সুপার লিগের সকল আয়োজন। শুরুর আগেই সরে গিয়েছে অধিকাংশ দল।

[৩] এতে আয়োজকদের নিয়ে চলছে না আলোচনা-হাস্যরস। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও সুপার লিগ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে নিয়ে মজা করছেন অধিকাংশ লোকজন। কিন্তু এসবের মাঝে ভারতকে টেনে খোঁচা মারা মোক্ষম সুযোগটা হাতছাড়া করেননি ইংর‌্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।

[৪] আইপিএলের আগে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সেখানেই ৩ দিনে টেস্ট হেরেছিল সফরকারীরা। সুপার লিগও আওয়াজ তুলে ৩দিনেই শেষ। এরপরই সামাজিক মাধ্যম টুইটারে ভন লিখেছেন, তাহলে সুপার লিগ হচ্ছে ভারতের মাটিতে একটি টেস্ট ম্যাচের মতো। ফন্দিবাজি উইকেটে ৩ দিনেই খেলা শেষ।

[৫] আনুষ্ঠানিকভাবে সুপার লিগ বাতিলের ঘোষণা না এলেও সুপার আয়োজন আর সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লি। এরমধ্যেই ইংলিশ ছয়টি দলসহ ছিটকে গেছে ৯টি ক্লাব।
[৬] এদিকে ভারতকে নিয়ে ঠাট্টা করা ভনের জন্য নতুন কিছু নয়। টেস্ট সিরিজ চলাকালীন মাত্র ১২-১৩ ঘন্টার মধ্যেই শেষ হয়েছিল আহমেদাবাদ টেস্ট। ভারতের উইকেট নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সাড়া বিশ্বেই।

[৭] উইকেট যেন ধুলার রাজ্য ছিল। সে টেস্টের পর ভারত খোঁচা দিয়ে একটি ছবি আপলোড করেছিলেন ভন। কুপিয়ে তছনছ করা উইকেটে দাঁড়িয়ে ব্যাটিং অনুশীলন করছেন এ সাবেক ইংলিশ অধিনায়ক। আবার ক্যাপশন দিয়েছিলেন, চতুর্থ টেস্টের প্রস্তুতি ভালোই চলছে। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়