শিরোনাম
◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই রাজশাহীতে আরডিএ মার্কেট খুলে বেচা-কেনা শুরু করেছে দোকানদাররা

মঈন উদ্দীন: [২] বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলেছেন। তবে আরডিএ মার্কেটের সামনের সড়কে মানুষকে সচেতন করতে দেখাগেছে। এছাড়া যানবাহনে চলছে তল্লাশি।

[৩] এসময় রাজশাহীর আরডিএ মার্কেট খুলে দোকানীরা ব্যবসা শুরু করায় অল্প পরিমাণ ক্রেতাও দেখা গেছে। এদিকে দোকান খুলতে প্রশাসন বাঁধা দিলে রাস্তায় নেমে আন্দোলনের হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা বলে জানা গেছে।

[৪] ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের দোকানপাট বন্ধ। এছাড়া রমজান মাসের এই সময়টা তাদের ব্যবসার মৌসুম। এই মাসে ব্যবসা করে তারা সারাবছর সংসার চালান। তাই রমজান মাস তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য। তারা বলছেন, ঈদের বেশি দিন নেই। তাই এই সময়ে ব্যবসা করে পুষিয়ে নিতে চান তারা।

[৫] অন্যদিকে, সকাল সাড়ে ৮ টায় সাহেব বাজার আরডিএ মার্কেট ও বস্ত্র মার্কেট মালিক কর্মচারী যৌথ উদ্যোগে মার্কেট খোলার দাবিতে আরডিএ মার্কেটের সামনে পথরোধ করে আন্দোলন করার কথা ছিল। তবে আন্দোলনে না গিয়ে সরাসরি দোকানপাট খুলতে শুরু করেন ব্যবসায়ীরা।

[৬] এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে দোকান বন্ধের জন্য ব্যবসায়ীদের জানানো হয়েছে। তারা দোকান বন্ধ করে দেবে। এছাড়া আগামি ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়