শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংক্রমণের ‘ঝুঁকি বাড়ায়’ মাড়ির রোগ

ডেস্ক রিপোর্ট: মাড়ির রোগ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন ইউনিভার্সিটি অব বার্মিংহামের বিশেষজ্ঞরা।এ বিষয়ে একটি গবেষণা করার পর তারা বলছেন, যদি আপনার মাড়ির কোনো রোগ থাকে, তাহলে কভিড-১৯ রোগে পড়ার ঝুঁকি বেশি।নভেল করোনাভাইরাস মুখের লালার মাধ্যমে শ্বাসযন্ত্রে চলে যায়। ভাইরাসটি এরপর সরাসরি রক্তপ্রবাহেও মিশে যেতে পারে।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ করোনার ‘প্রজননস্থল’।প্রতিবেদনে বলা হয়েছে, যাদের দাঁতে বেশি প্লাক থাকে এবং যাদের মাড়ির রোগ আছে তারা গুরুত্বর সংক্রমণের শিকার হন। কারণ এই সমস্যাগুলোর কারণে ফুসফুসে সংক্রমণ দ্রুত ছড়ায়।গবেষণা প্রতিবেদনটি দ্য জার্নাল অব ওরাল মেডিসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চে প্রকাশ করা হয়েছে।

গবেষকেরা লিখেছেন, ‘সস্তা এবং বহুল ব্যবহৃত মাউথ ওয়াশ করোনার সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর।’সহকারী লেখক ইয়ান চ্যাপেল বলেছেন, ‘মাড়ির রোগ বিভিন্ন জীবাণুর সংক্রমণকে মূলত আমন্ত্রণ জানায়। জীবাণুগুলো খুব সহজে রক্তে মিশে যায়।’

মাড়ির রোগ থাকলে ডায়াবেটিস ওষুধ ও ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে নানা জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণেও চিন্তা বেশি।দাঁত নড়ে যাওয়া, পড়ে যাওয়া, মুখে দুর্গন্ধ থেকে শুরু করে মুখ ফুলে যাওয়া ও চোয়ালের হাড় ক্ষয়ের জন্য দীর্ঘমেয়াদি মাড়ির রোগ অনেকটা দায়ী। এই দিনগুলোতে এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত।দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়