শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংক্রমণের ‘ঝুঁকি বাড়ায়’ মাড়ির রোগ

ডেস্ক রিপোর্ট: মাড়ির রোগ করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন ইউনিভার্সিটি অব বার্মিংহামের বিশেষজ্ঞরা।এ বিষয়ে একটি গবেষণা করার পর তারা বলছেন, যদি আপনার মাড়ির কোনো রোগ থাকে, তাহলে কভিড-১৯ রোগে পড়ার ঝুঁকি বেশি।নভেল করোনাভাইরাস মুখের লালার মাধ্যমে শ্বাসযন্ত্রে চলে যায়। ভাইরাসটি এরপর সরাসরি রক্তপ্রবাহেও মিশে যেতে পারে।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ করোনার ‘প্রজননস্থল’।প্রতিবেদনে বলা হয়েছে, যাদের দাঁতে বেশি প্লাক থাকে এবং যাদের মাড়ির রোগ আছে তারা গুরুত্বর সংক্রমণের শিকার হন। কারণ এই সমস্যাগুলোর কারণে ফুসফুসে সংক্রমণ দ্রুত ছড়ায়।গবেষণা প্রতিবেদনটি দ্য জার্নাল অব ওরাল মেডিসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চে প্রকাশ করা হয়েছে।

গবেষকেরা লিখেছেন, ‘সস্তা এবং বহুল ব্যবহৃত মাউথ ওয়াশ করোনার সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর।’সহকারী লেখক ইয়ান চ্যাপেল বলেছেন, ‘মাড়ির রোগ বিভিন্ন জীবাণুর সংক্রমণকে মূলত আমন্ত্রণ জানায়। জীবাণুগুলো খুব সহজে রক্তে মিশে যায়।’

মাড়ির রোগ থাকলে ডায়াবেটিস ওষুধ ও ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে নানা জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণেও চিন্তা বেশি।দাঁত নড়ে যাওয়া, পড়ে যাওয়া, মুখে দুর্গন্ধ থেকে শুরু করে মুখ ফুলে যাওয়া ও চোয়ালের হাড় ক্ষয়ের জন্য দীর্ঘমেয়াদি মাড়ির রোগ অনেকটা দায়ী। এই দিনগুলোতে এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত।দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়