শিরোনাম
◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় উস্কানির অভিযোগে কক্সবাজারে নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার আরও এক মামলা

নিউজ ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় মঈন উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে আসামি করা হয়েছে, যারা সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বিভিন্নভাবে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে নুরের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

মামলার বাদী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তার কিছু অনুসারীও কক্সবাজারে বসে এসব উস্কানিমূলক পোস্ট করে আসছিল। তাই নুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলা করেছি। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়