শিরোনাম
◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় উস্কানির অভিযোগে কক্সবাজারে নুরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার আরও এক মামলা

নিউজ ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় মঈন উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে আসামি করা হয়েছে, যারা সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বিভিন্নভাবে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে নুরের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

মামলার বাদী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তার কিছু অনুসারীও কক্সবাজারে বসে এসব উস্কানিমূলক পোস্ট করে আসছিল। তাই নুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলা করেছি। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়