শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সদ্য জন্ম নেওয়া বাংলাদেশি পুরুষের গড়আয়ু ৭২ আর নারীর ৭৬ বছর

আসিফুজ্জামান পৃথিল: [২]বিশে^ পুরুষের গড়আয়ু ৭১ আর নারীর ৭৫, বাংলাদেশে জন্মহার ১.৯৪ শতাংশ।

[৩]ইউএনএফপিএ’র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গড় আয়ু যেমন বাড়ছে, তেমনি কমছে জন্মহার, দেশে বেড়েছে তরুণের সংখ্যাও। ১৯৭১ সালে জন্মহার ছিলো ৬.৯১ শতাংশ। ৫০ বছরে তা নাটকীয় হারে কমে গেছে। সে বছর নারী ও পুরুষ উভয়েরই গড় আয়ু ছিলো মাত্র ৪৬ বছর।

[৫] বাংলাদেশি জনসংখ্যার বৃহত্তম অংশ ১৫-৪০ বছর বয়সী, অর্থাৎ কর্মক্ষম তরুণ। যা শতাংশের হিসেবে বিশে^ বৃহত্তম। গড় আয়ুর ক্ষেত্রে যাদের বয়স ৬০, সেসব পুরুষদের ৮০ এবং নারীর ৮২। অর্থাৎ আপনার বয়স ৬০ বা এর বেশি হলে ৮০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা প্রবল।

[৬] বাংলাদেশে ০ থেকে ১৪ বছর বয়সীরা মোট জনসংখ্যার ২৬.৩ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর বয়সীরা মোট জনসংখ্যার ৬৮.৪ শতাংশ আর ৬৫ বছরের বেশি বয়সীরা মোট জনসংখ্যার ৫.৩ শতাংশ।

[৭] বাংলাদেশের ৯৫ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা পায় আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পায় ৬২ শতাংশ। প্রতিবেশি ভারতে পুরুষের গড় আয়ু ৬৯, নারীর ৭১ । প্রাথমিক শিক্ষার সুযোগ ৯৮ শতাংশ শিশু পেলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পায় মাত্র ৫২ শতাংশ।

[৮] পাকিস্তানে পুরুষের গড় আয়ু ৬৭ আর নারীর ৬৯ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়