শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রাজত্ব দেখাচ্ছে সফরকারী বাংলাদেশ। একের পর এক ব্যর্থতায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকা শান্তর ব্যাট অবশেষে হেসেছে।

[৩]এই ইনিংস বাদে সবশেষ চার ইনিংসে শান্তর রান ২৫, ০,৪, ১১! তারপরও কোচ ও নির্বাচকরা তার উপর রেখেছেন আস্থা। সেই আস্থার প্রতিদান দিয়েছেন শ্রীলঙ্কার পালেকেলে স্টেডিয়ামে।

[৪]টস জিতে আগে ব্যাট করতে শুরুতে ওপেনার সাইফকে হারালে সেখান থেকে তামিমের সাথে দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে হাঁটান তিনি। সেই সাথে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ক্যারিয়ারের সপ্তম ম্যাচে।

[৫]একের পর এক বোলারদের ধৈর্যের পরীক্ষায় পেলেন তিনি। ২৩৫ বল খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের এমন মাইলফলক স্পর্শ করার ম্যাচে ছক্কা হাঁকান ১টি ও চার মারেন ১২ টি।

[৬]ক্যান্ডি টেস্টের বুধবার প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা ৩০২ রান। মুমিনুল হক ৬৪ ও নাজমুল হোসেন শান্ত ১২৬ রানে অপরাজিত। সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল তামিম ইকবালেরও। কিন্তু ১০ রানের আক্ষেপে পুড়েছেন দেশসেরা ওপেনার।

[৭]তামিম দুই বছর পর টেস্ট সেঞ্চুরির খুব কাছে ছিলেন। কিন্তু তার ধ্রুপদী ইনিংসটির ‘অপমৃত্যু’ হয় ৯০ রানে। ব্যাটসম্যান রান ফোয়ারার দিনে একমাত্র ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ইনিংসের শুরুতে ফিরেছেন শূন্য রানে।

[৮]অধিনায়ক মুমিনুল দেশের মাটিতে সাদা পোশাকে ১০ সেঞ্চুরি পেলেও এখনও বিদেশে সেঞ্চুরি নেই।

[৯]উইকেট সবুজ হলেও শ্রীলঙ্কাররা পেসাররা ধারাবাহিক ছিলেন না। প্রচুর বাউন্ডারির বল দিয়েছেন। সঙ্গে অতিরিক্ত খাত খেতেও এসেছে ২২ রান। পুরো দিন ওয়াইড বল করেছেন ৭টি। নো বল ছিল ২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়