শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রাজত্ব দেখাচ্ছে সফরকারী বাংলাদেশ। একের পর এক ব্যর্থতায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকা শান্তর ব্যাট অবশেষে হেসেছে।

[৩]এই ইনিংস বাদে সবশেষ চার ইনিংসে শান্তর রান ২৫, ০,৪, ১১! তারপরও কোচ ও নির্বাচকরা তার উপর রেখেছেন আস্থা। সেই আস্থার প্রতিদান দিয়েছেন শ্রীলঙ্কার পালেকেলে স্টেডিয়ামে।

[৪]টস জিতে আগে ব্যাট করতে শুরুতে ওপেনার সাইফকে হারালে সেখান থেকে তামিমের সাথে দুর্দান্ত জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে হাঁটান তিনি। সেই সাথে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ক্যারিয়ারের সপ্তম ম্যাচে।

[৫]একের পর এক বোলারদের ধৈর্যের পরীক্ষায় পেলেন তিনি। ২৩৫ বল খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের এমন মাইলফলক স্পর্শ করার ম্যাচে ছক্কা হাঁকান ১টি ও চার মারেন ১২ টি।

[৬]ক্যান্ডি টেস্টের বুধবার প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা ৩০২ রান। মুমিনুল হক ৬৪ ও নাজমুল হোসেন শান্ত ১২৬ রানে অপরাজিত। সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল তামিম ইকবালেরও। কিন্তু ১০ রানের আক্ষেপে পুড়েছেন দেশসেরা ওপেনার।

[৭]তামিম দুই বছর পর টেস্ট সেঞ্চুরির খুব কাছে ছিলেন। কিন্তু তার ধ্রুপদী ইনিংসটির ‘অপমৃত্যু’ হয় ৯০ রানে। ব্যাটসম্যান রান ফোয়ারার দিনে একমাত্র ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ইনিংসের শুরুতে ফিরেছেন শূন্য রানে।

[৮]অধিনায়ক মুমিনুল দেশের মাটিতে সাদা পোশাকে ১০ সেঞ্চুরি পেলেও এখনও বিদেশে সেঞ্চুরি নেই।

[৯]উইকেট সবুজ হলেও শ্রীলঙ্কাররা পেসাররা ধারাবাহিক ছিলেন না। প্রচুর বাউন্ডারির বল দিয়েছেন। সঙ্গে অতিরিক্ত খাত খেতেও এসেছে ২২ রান। পুরো দিন ওয়াইড বল করেছেন ৭টি। নো বল ছিল ২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়