নূর মোহাম্মদ : [২] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বুধবার বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ আবেদন করেন।
[৩] সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে বর্তমানে হাইকোর্টে সীমিত পরিসরে চারটি বেঞ্চে বিচারিক কাজ চলছে। এ অবস্থায় আরও বেঞ্চ বাড়ানো দরকার বলে আবেদনে বলা হয়।
[৪] ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অনেক দিন ধরে কোর্ট বন্ধ রয়েছে। সীমিত পরিসরে কিছু কোর্ট চলছে। সামনে ঈদ, এরপর আবার ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আইনজীবীরা আর্থিক সংকটে পড়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে এ আবেদন করা হয়েছে।