রাশিদুল ইসলাম : [২] কিউবার সঙ্গে যৌথ উদ্যোগে ইরান তৈরি করছে সোবেরানা-০২ ভ্যাকসিন। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদিত টিকার নাম হচ্ছে গ্যামেলিয়া ভ্যাকসিন। অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উৎপাদিত টিকার নাম হচ্ছে কানেই। তেহরান টাইমস
[৩] ইরানে তৈরি কোভিরান বারেকাত ভ্যাকসিন শীঘ্রই দেশটির বাজারে আসছে। এটিই ইরানে উৎপাদিত প্রথম টিকা। দেশটিত নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত চতুর্থ টিকাটির নাম হচ্ছে ওসভিড-১৯।
[৪] আগামী সেপ্টেম্বর নাগাদ আরো চারটি ওষুধ কোম্পানি টিকা উৎপাদনের অনুমোদন পেতে যাচ্ছে। ইরানের মোট ১৬টি ওষুধ কোম্পানি টিকা তৈরিতে গবেষণা চালিয়ে যাচ্ছে। একাধিক টিকা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
[৫] রুশ টিকা স্পুটনিকের উৎপাদন করছে ইরান।
[৬] ইতিমধ্যে ইরানে ১৮ লাখ ৯৫ হাজার ডোজ টিকা আমদানি করা হয়েছে। এর মধ্যে স্পুটনিক টিকা হচ্ছে ৪ লাখ ২০ হাজার ও সাড়ে ৬ লাখ হচ্ছে চীনা টিকা। ভারত থেকে ১ লাখ ২৫ হাজার টিকা আমদানি করেছে ইরান। কোভ্যাক্সের আওতায় দক্ষিণ কোরিয়া থেকে আরো ৭ লাখ টিকা পেয়েছে ইরান।
[৭] দেশটিতে প্রথম ডোজ টিকা দিয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬৮৪ জন। দুই ডোজ টিকা দিয়েছে ১ লাখ ২১ হাজার ৮০৩ জন। এপর্যন্ত ইরানে কোভিডে মারা গেছে ৬৭ হাজার ১৩০ জন।
[৮] এছাড়া ইরানের ৩ কোটি মানুষের জন্যে টিকা যথেষ্ট নয় বলে রাশিয়া থেকে আরো ৬ কোটি টিকা কিনছে তেহরান।