শিরোনাম
◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে? ◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিতে আসিয়ান দেশগুলোকে চাপ প্রয়োগ করার আহ্বান বাংলাদেশের

লিহান লিমা: [২] সিএনবিসির সঙ্গে এক সাক্ষাতকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ প্রত্যাশা করছে’ দক্ষিণ পূর্ব এশিয় দেশগুলোর সংগঠন (আসিয়ান) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিশ্চিত করতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে।’ সিএনবিসি

[৩] সোমবার গণমাধ্যমটির সঙ্গে সাক্ষাতকারে মোমেন আরো বলেন, ‘২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশ বহন করে যাচ্ছে। বর্তমানে এদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। আমাদের প্রধান অগ্রাধিকার হলো এই নির্যাতিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন।’

[৪] মোমেন বলেন, মানবতার জায়গা থেকে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এখন আমরা বিপুল পরিমাণ রোহিঙ্গা নিয়ে হিমশিম খাচ্ছি। ইন্দোনেশিয়ার শুরু হতে যাওয়া আসিয়ান সম্মেলনে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো একটি ভালো লক্ষণ। যদি তারা এই সম্মেলনে যোগ দেয় আমরা প্রত্যাশা করি আসিয়ান দেশগুলো নিজ জনগোষ্ঠিকে ফেরত নিয়ে মিয়ানমারকে চাপ প্রয়োগ করবে।’

[৫] গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বিশ্বের বিভিন্ন দেশ জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সিএনবিসির সঙ্গে সাক্ষাতকারে মিয়ানমারের অভ্যুত্থান নিয়ে কোনো অবস্থান নিশ্চিত করেন নি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সরকার চায় মিয়ানমারে স্থিতিশীলতা ফিরে আসুক। মোমেন বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা এই আইনী ও বৈধভাবেই সবকিছু হোক। আমার দেশ কোনো সহিংসতাকে সমর্থন করে না কারণ সহিংসতা আরো সহিংস পরিস্থিতি ও অনিশ্চয়তার জন্ম দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়