রাকিবুল রিফাত: [২] ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি নিজেদের মধ্যে করা দ্বিপাক্ষীয় সবচেয়ে বড় চুক্তি। আরব নিউজ
[৩] ইসরায়েল জানায়, দুই দেশের বিমানবাহিনী যৌথ মহড়া শুরুর করায় তাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন শক্তিশালী হবে। চুক্তিটিতে অন্যতম প্রধান বিষয়, ইসরাইল গ্রিসের জন্য বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
[৪] রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির অংশ হিসেবে গ্রিসের বিমান বাহিনী হেলেনিক এয়ার ফোর্সের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করবে ইসরায়েলের অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমস। ২২ বছর এই চুক্তি বহাল থাকবে।
[৫] প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরি করা হবে ইসরায়েলের নিজস্ব ফ্লাইট অ্যাকাডেমির মডেলে। এতে থাকবে ইতালির কোম্পানি লিওনার্দোর তৈরি ১০টি এম-৩৪৬। এ ছাড়া গ্রিসের এয়ারক্রাফটকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করবে এলবিট। পাশাপাশি প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করবে তারা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল