আরিফুল ইসলাম :[২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন জামায়াতের আমীর জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
[৩] রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে কালিকচ্ছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সরাইল থানার এসআই গৌতম চন্দ্র দে। গ্রেফতারকৃত জামাল উদ্দিন কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আবুল ফয়েজের ছেলে।
[৪] বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, হেফাজতের বিক্ষোভ- হরতালের নামে তাণ্ডব ও খাটিহাতা হাইওয়ে থানা ভাংচুর-অগ্নিসংযোগ সহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ইতোপূর্বে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন