শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটে মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত অভিযোগ বলেন, তাদের জমিজমা ও মৎস্য ঘের দখলের ষড়যন্ত্রের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

[৩] রোববার মোড়েলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ সুতালড়ি ভাষান্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত বেপারীর স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রতিবেশী জালাল হাওলাদারের নেতৃত্বে কতিপয় কুচক্রী প্রভাবশালী মহল তার পৈত্তিক সম্পত্তি ও ঘের দখল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

[৪] সম্প্রতি তাদের পরিবারের বিরুদ্ধে ভূল তথ্য পরিবেশন করে অপপ্রচার করেছে। মুক্তিযোদ্ধা ওই পরিবারটি দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামনে থেকে তাদের ব্যক্তি মালিকানাধিন সম্পত্তিতে পারিবারিকভাবে চলাফেরার জন্য ভেরিবাঁধ নির্মাণ করে উক্ত ভেরিবাঁধের সংলগ্নে সরকারি রাস্তাটি অনেক পূর্বেই বিলীন হওয়ায় স্থানীয় লোকজন তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধ থেকে চলাফেরা করে।

[৫] প্রভাবশালী ওই মহলটি স্থানীয়দেরকে উস্কানি দিয়ে তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধের রাস্তা সরকারি দাবি করে তার ভাইকে জড়িয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। ১৯৯৪ সাল থেকে মর্জিনা বেগম তার পিতার জমিতে মৎস্য ঘের করে আসছে। এ ঘটনায় তিনি তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়