শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটে মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধা পরিবার অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত অভিযোগ বলেন, তাদের জমিজমা ও মৎস্য ঘের দখলের ষড়যন্ত্রের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

[৩] রোববার মোড়েলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দক্ষিণ সুতালড়ি ভাষান্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত বেপারীর স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রতিবেশী জালাল হাওলাদারের নেতৃত্বে কতিপয় কুচক্রী প্রভাবশালী মহল তার পৈত্তিক সম্পত্তি ও ঘের দখল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

[৪] সম্প্রতি তাদের পরিবারের বিরুদ্ধে ভূল তথ্য পরিবেশন করে অপপ্রচার করেছে। মুক্তিযোদ্ধা ওই পরিবারটি দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামনে থেকে তাদের ব্যক্তি মালিকানাধিন সম্পত্তিতে পারিবারিকভাবে চলাফেরার জন্য ভেরিবাঁধ নির্মাণ করে উক্ত ভেরিবাঁধের সংলগ্নে সরকারি রাস্তাটি অনেক পূর্বেই বিলীন হওয়ায় স্থানীয় লোকজন তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধ থেকে চলাফেরা করে।

[৫] প্রভাবশালী ওই মহলটি স্থানীয়দেরকে উস্কানি দিয়ে তাদের ব্যক্তি মালিকানা ভেরিবাঁধের রাস্তা সরকারি দাবি করে তার ভাইকে জড়িয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। ১৯৯৪ সাল থেকে মর্জিনা বেগম তার পিতার জমিতে মৎস্য ঘের করে আসছে। এ ঘটনায় তিনি তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়