শাহ জালাল: [২] হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করার খবরে ছাত্রলীগ নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে।
[৩] নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির নেতৃত্বে রোববার বিকাল ৩ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কয়েক'শ ছাত্রলীগ কর্মীকে অবস্থান নিতে দেখা যায়।
[৪] এ সময় আশপাশে অবস্থান নেন পুলিশ কর্মকর্তারাও।
[৫] হেফাজতে ইসলামের নেতাকর্মী ও অনুসারীদের ভাংচুর ও আক্রমণ আশঙ্কা থেকে তারা এ ভাবে অবস্থান নেয় বলে জানান।
[৬] সোনারগাঁয়ে গত ৩ এপ্রিল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধের পর সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। সম্পাদনা: সাদেক আলী