শাহীন খন্দকার: [২] রোববার রাজধানীর মহাখালী ঢাকা নর্থ সিটি কর্পোরেশন মার্কেট কোভিড ডেডিকেটেড হাসপাতালের শুভ উদবোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পি.আর.ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করেছেন।
[৩]দেশের এই প্রথম বিশেষায়িত কোভিড১৯ হাসপাতালে প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, চলছে শেষ মুহূর্তে ঝালিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে দশটি এসডিও আর দশটি আইসিইউ শয্যা পুরোপরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসে গেছে ২০০ আইসিউই বেড। অপেক্ষা আনুষ্ঠানিক শুরুর।
[৪]মেয়র আতিকুল ইসলাম জানান,কেবল আইসেলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। আরও বলেন, সিটি করপোরেশনের জায়গা ছিল দোকানের জন্য এটা রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। এখানে নকশার পরিবর্তনে কাজ করতে হচ্ছে।
[৫] আট’শ সাধারণ শয্যার সঙ্গে ২০০ এসডিও আর আইসিইউ বেড রয়েছে এখানে। মে মাসের মধ্যেই পূর্নাঙ্গ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, হাসপাতালে ২১২টার মতো আইসিইউ সাপোর্ট থাকছে। হাইফ্লো নেজাল ক্যানোলা,সেন্ট্রাল অক্সিজেন সিসটেম। আপতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে। পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে।