শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিকাপসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক

আবু হাসাদ: [২] পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে চলতি ট্রাক থেকে মরিচের বস্তা চুরি করার সময় হাতে নাতে একটি পিকাপ গাড়িসহ আটক হয়েছে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য। আটককৃতদের থানায় সোর্পদ করেছেন হাইওয়ে পুলিশ।

[৩] আটককৃত চোর চক্রের সদস্যরা হচ্ছে বাঘা উপজেলার সদর এলাকার মৃত ঈমান আলীর ছেলে জিনারুল ইসলাম (৪২), চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে শাকিল (২১) ও পুঠিয়া উপজেলা ভাংড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে শান্ত ইসলাম (২৭)।

[৪] শনিবার (১৭ এপ্রিল) ভোররাতের দিকে মহাসড়কের মাইপাড়া লোহার ব্রিজ এলাকা থেকে তিন বস্তা শুকনা মরিচ ও একটি পিকাপসহ তিনজনকে আটক করেন পবা হাইওয়ে (শিবপুরহাট থানা) পুলিশ।

[৫] বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এই চোর চক্রটি মহাসড়কে চলতি মাল বোঝাই ট্রাকে উঠে পড়ে। এরপর ফাঁকা স্থানে ট্রাক থেকে মালামালের বস্তা সড়কে ফেলে দেয়। আর পেছন থাকা চক্রের লোকজন তাদের গাড়ীতে ওই মালামাল উঠিয়ে নেয়। গতরাতে ওই চক্রের সদস্যরা একটি ট্রাক থেকে দু’বস্তা মরিচ নামিয়ে নেয়ার সময় একটি পিকাপসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বছর আগষ্ট মাসে একই কায়দায় গাড়ি থেকে ৭ বস্তা শুকনা মরিচ চুরি করার সময় ওই চক্রের ২ জনকে আটক করা হয়েছিল। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়