শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য পেলের রেকর্ড ভাঙা বুট নিলামে তুললেন মেসি

স্পোর্টস ডেস্ক: [২] একাধিকবার দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন, জিতিয়েছেন দলকে, শুধুর দলের হয়ে হয়ে নয়, প্রয়োজনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও যে ভোলেন না লিও ফের তার প্রমাণ পাওয়া গেল। আধুনিক ফুটবলের যাদুকরের আরেকটি মানবিক রূপ দেখল ফুটবল গোটা বিশ্ব। এবার বার্সেলোনার অসহায় শিশুদের চিকিৎসার জন্য পেলের রেকর্ড ভেঙে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার সেই ঐতিহাসিক বুট নিলামে তুললেন লিওনেল মেসি।

[৩] ডিসেম্বরে ভ্যালেদোলিদের বিপক্ষে বার্সার হয়ে যে বুট জোড়া পায়ে ৬৪৪তম গোল করে পেলের রেকর্ড ভাঙেন, সেই বুটজোড়াই নিলামে তুলেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

[৪] জানা গেছে, স্পেনের কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়ামে নিলাম পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান করা হবে বার্সেলোনার হাসপাতাল ইউনিভার্সিতারো ভল ডি’হেবরনের প্রকল্পে। অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে থাকে এই হাসপাতাল।

[৫] বিখ্যাত খেলাধুলার সামগ্রীর জায়ান্ট অ্যাডিডাসের নেমিজিজ মেসি ১৯.১ মডেলের বুট পায়ে পেলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। নিলামে তোলা মেসির বিশেষ এই দুটি বুটেই তার সই আছে। সাথে তাঁর স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের নাম ও জন্মতারিখও লেখা আছে। ধারণা করা হচ্ছে, লিওনেল মেসির এই বুট জোড়া বিক্রি করে প্রায় সাড়ে ৫৭ হাজার ইউরো আসবে।

[৬] এ প্রসঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড সংবাদমাধ্যমকে জানান, এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড গড়তে পেরে খুব ভালো লেগেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব শিশু জীবন নিয়ে লড়ছে তাদের জন্য কিছু করা। আশা করি এ নিলাম তাতে সহায়তা করবে। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। - স্পোর্টসজোন২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়