শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য পেলের রেকর্ড ভাঙা বুট নিলামে তুললেন মেসি

স্পোর্টস ডেস্ক: [২] একাধিকবার দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন, জিতিয়েছেন দলকে, শুধুর দলের হয়ে হয়ে নয়, প্রয়োজনে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও যে ভোলেন না লিও ফের তার প্রমাণ পাওয়া গেল। আধুনিক ফুটবলের যাদুকরের আরেকটি মানবিক রূপ দেখল ফুটবল গোটা বিশ্ব। এবার বার্সেলোনার অসহায় শিশুদের চিকিৎসার জন্য পেলের রেকর্ড ভেঙে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার সেই ঐতিহাসিক বুট নিলামে তুললেন লিওনেল মেসি।

[৩] ডিসেম্বরে ভ্যালেদোলিদের বিপক্ষে বার্সার হয়ে যে বুট জোড়া পায়ে ৬৪৪তম গোল করে পেলের রেকর্ড ভাঙেন, সেই বুটজোড়াই নিলামে তুলেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

[৪] জানা গেছে, স্পেনের কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়ামে নিলাম পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান করা হবে বার্সেলোনার হাসপাতাল ইউনিভার্সিতারো ভল ডি’হেবরনের প্রকল্পে। অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে থাকে এই হাসপাতাল।

[৫] বিখ্যাত খেলাধুলার সামগ্রীর জায়ান্ট অ্যাডিডাসের নেমিজিজ মেসি ১৯.১ মডেলের বুট পায়ে পেলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। নিলামে তোলা মেসির বিশেষ এই দুটি বুটেই তার সই আছে। সাথে তাঁর স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের নাম ও জন্মতারিখও লেখা আছে। ধারণা করা হচ্ছে, লিওনেল মেসির এই বুট জোড়া বিক্রি করে প্রায় সাড়ে ৫৭ হাজার ইউরো আসবে।

[৬] এ প্রসঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড সংবাদমাধ্যমকে জানান, এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড গড়তে পেরে খুব ভালো লেগেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব শিশু জীবন নিয়ে লড়ছে তাদের জন্য কিছু করা। আশা করি এ নিলাম তাতে সহায়তা করবে। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। - স্পোর্টসজোন২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়