স্পোর্টস ডেস্ক : তিনদিন পরই ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। আসরে ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, দেশটির অ্যাথলেটদের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আয়োজক দেশ।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের অ্যাথলেটদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইসরায়েলি জিমন্যাস্টিক ফেডারেশন (আইজিএফ) সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে। ---- টি-স্পোর্টস
আইজিএফ জানিয়েছে, কোনো দেশ যদি রাজনৈতিক কারণে ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেয়, তাহলে এটি ভবিষ্যতে অনুরূপভাবে অন্য ক্রীড়াবিদদের বঞ্চিত করার সুযোগ তৈরি করতে পারে।
তাদের ফেডারেশন অতিদ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিল—যাতে অ্যাথলেটদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় অথবা ইভেন্টটি স্থানান্তর বা বাতিল করা যায়। কিন্তু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।
সিএএস জানিয়েছে, ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশন (এফআইজি) যুক্তি দিয়েছে যে, তাদের ভিসা ইস্যু করার কোনো অধিকার নেই। এমনকি ইন্দোনেশিয়া সরকারের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত সংগঠনের ক্ষমতার বাইরে। তবে আইজিএফ জানিয়েছে, তাদের প্রতিনিধিদলকে আগে স্বাগত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।
আইজিএফের সাধারণ সম্পাদক সারিত শেনার বলেছেন, ‘তাদের অ্যাথলেটরা শুধু অংশগ্রহণ করতে চায়। কিন্তু ভিসা না দেওয়ার সিদ্ধান্ত সাধারণভাবে ক্রীড়াজগতে অত্যন্ত বিপজ্জনক পথ তৈরি করছে।
তিনি আরও যোগ করেন, ‘আমাদের সবচেয়ে বড় ভীতি হলো, এ ধরনের ঘটনা চলতে পারে এবং ভবিষ্যতে এক ধরনের ভুল উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে পারে।