শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে এমন শঙ্কা করছেন অনেক আফগান নাগরিক

আসিফুজ্জামান পৃথিল: [২]দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানালেও স্পিকার মনে করেন, এখনই সেনা প্রত্যাহারের সময় হয়নি।

[৩] আফগানিস্তানের রাজধানীতে কর্মরত এনজিও কর্মী মোহাম্মদ ইদ্রিসবলেন, ‘এই প্রত্যাহার আমাদের লাভের জন্য হচ্ছে না। নাটকীয়ভাবে সংঘাত বাড়বে। আবারও আফগান জনগন দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে শুরু করবে।’ সিএনএন

[৪] অনেক আফগানই মনে করেন, যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে তালিবানরা আবারও ক্ষমতার কাছাকাছি চলে যাবে। মার্কিন মদতপুষ্ট সরকারের উপস্থিতি সত্ত্বেও এই উগ্রবাদী গ্রুপটি আফগানিস্থানের গ্রামীন এলাকার অনেকাংশই নিয়ন্ত্রণ করে। চলতি বছর শান্তি আলোচনার মধ্যেও সংঘাত বেড়ে গেছে। বুধবার প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, ২০২১ সালের প্রথম ৩ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেসামরিক ব্যক্তিদের মৃত্যু ২৯ শতাংশ বেড়ে গেছে।

[৫] দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, মার্কিন সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা আছে। তবে পার্লামেন্টের স্পিকার মির মোহাম্মদ রহমানি মনে করেন, তার দেশ গ্রহযুদ্ধের মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বলেন, আফগানরা চায় মার্কিন সেনারা চলে যাক, তবে এখনই নয়। টলো নিউজ

[৬] তালিবানদের সঙ্গে মধ্যস্থতাকারী টিমের ৪ নারী সদস্যের একজন ফাতিমা গিলানি বলেন, সেনা সরালে আফগান শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে যেতে পারে। তিনিও গৃহযুদ্ধের শঙ্কা ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়