শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে এমন শঙ্কা করছেন অনেক আফগান নাগরিক

আসিফুজ্জামান পৃথিল: [২]দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানালেও স্পিকার মনে করেন, এখনই সেনা প্রত্যাহারের সময় হয়নি।

[৩] আফগানিস্তানের রাজধানীতে কর্মরত এনজিও কর্মী মোহাম্মদ ইদ্রিসবলেন, ‘এই প্রত্যাহার আমাদের লাভের জন্য হচ্ছে না। নাটকীয়ভাবে সংঘাত বাড়বে। আবারও আফগান জনগন দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে শুরু করবে।’ সিএনএন

[৪] অনেক আফগানই মনে করেন, যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে তালিবানরা আবারও ক্ষমতার কাছাকাছি চলে যাবে। মার্কিন মদতপুষ্ট সরকারের উপস্থিতি সত্ত্বেও এই উগ্রবাদী গ্রুপটি আফগানিস্থানের গ্রামীন এলাকার অনেকাংশই নিয়ন্ত্রণ করে। চলতি বছর শান্তি আলোচনার মধ্যেও সংঘাত বেড়ে গেছে। বুধবার প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, ২০২১ সালের প্রথম ৩ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেসামরিক ব্যক্তিদের মৃত্যু ২৯ শতাংশ বেড়ে গেছে।

[৫] দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, মার্কিন সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা আছে। তবে পার্লামেন্টের স্পিকার মির মোহাম্মদ রহমানি মনে করেন, তার দেশ গ্রহযুদ্ধের মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বলেন, আফগানরা চায় মার্কিন সেনারা চলে যাক, তবে এখনই নয়। টলো নিউজ

[৬] তালিবানদের সঙ্গে মধ্যস্থতাকারী টিমের ৪ নারী সদস্যের একজন ফাতিমা গিলানি বলেন, সেনা সরালে আফগান শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে যেতে পারে। তিনিও গৃহযুদ্ধের শঙ্কা ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়