নিজস্ব প্রতিবেদক: [২] জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানকে হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হলো।
[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম। গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হন আকরাম খান। এরপর থেকে রাজধানীর মহাখালী ডিওএইচসের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।
[৪] সাবিনা আকরাম বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর বাসায় চিকিৎসা দেয়া হচ্ছিল আকরামকে। তবে কয়েকদিন ধরে কাশির পরিমাণ বেড়ে যায়। তাই আরও কিছু পরীক্ষা করানো হয় তাকে। রিপোর্ট দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়কেরে সহধর্মিণী আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।