রাজু আহমেদ: চট্টগ্রামে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের প্রথম দিনে বলতে গেলে মানবশুন্য চট্টগ্রাম ,সরকারি নির্দেশনা মানতে দেখা যায় অধিকাংশ মানুষকে। যদিও বা ব্যতিক্রমী কিছু অসচেতন মানুষকে সচেতন করার লক্ষ্যে মাঠে কাজ করছে প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ এলাকাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:মাসুদ রানা মোবাইল কোর্টের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন আর সরকারি আইন অমান্য কারীদের ৩টি মামলা এবং ১২০০ টাকা জরিমানা করা হয়, এ সময় ১৫০ টি মাস্ক বিতরণ করা হয়।