সুজন কৈরী: [২] করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এই বিধি-নিষেধ ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জরুরিসেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, গণপরিবহন এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এই বিধি-নিষেধ চলাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
[৩] মঙ্গলবার ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন বলেন, সাধারণত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান-মামলার মাধ্যমে কার্যক্রম চালায়। তবে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালে কার্যক্রম চলবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
[৪] তিনি বলেন, গোয়েন্দা কার্যক্রম চলাকালে যদি কোনও মাদক পাচার, সেবন ও কেনা-বেচার তথ্য পেলে অভিযান চালানো হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অভিযান চালানো হবে।
[৫] এদিকে মঙ্গলবার রাজধানীর মতিঝিল, তেজগাঁও ও রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর (ডিএনসি)। এ সময় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ৪ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরসহ ১০ জনকে আটক করা হয়। পরে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ১০ জনকে ৭ থেকে ৬ মাসের কারাদণ্ড দেন। আর অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।