শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যা: গুলি করার বিষয়টি দুর্ঘটনা ছিল বলে দাবি পুলিশের

আখিরুজ্জামান সোহান: [২] যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ব্রুকলিনে পুলিশের গুলিতে ডন্টে রাইট নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় সোমবার, ব্রুকলিন সেন্ট্রাল শহরের পুলিশ প্রধান টিম গ্যানন বলেছেন, গুলি করার বিষয়টি দুর্ঘটনা ছিল, হ্যান্ডগান নয় বরং টেজার (বৈদ্যুতিক শক গান) ব্যবহার করে তাকে আটকাতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি সামলাতে আকস্মাৎ ভুলবসত হ্যান্ডগান ফায়ার করেন ওই পুলিশ কর্মকর্তা।  সিএনএন

[৩] সোমবার এক সংবাদ সম্মেলনে ঘটনাস্থলে থাকা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার  বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ব্রুকলিন পুলিশ। সেই ফুটেজে দেখা যায়, গুলি চালানোর আগে ওই পুলিশ কর্মকর্তা একাধিকবার ‘টেজার’ শব্দটি উচ্চারণ করেন।  তবে রাইট গাড়ি নিয়ে পালানোর পর সেই কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমি তাকে গুলি করেছি’।  সিবিসি নিউজ

[৪] কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই মাত্র ১০ মাইল দূরত্বে রবিবার ব্রুকলিন পার্কের সামনে পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

[৫] পুলিশ জানায়, ট্রাফিক স্টপের কাছে ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।  এনবিসি

[৬] এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপোলিসে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।  বিবিসি

[৭] পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রুকলিনের মেয়র  কয়েক দফায় কারফিউ জারি করেছে। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছে।

[caption id="attachment_1329492" align="aligncenter" width="620"] নিহত ডন্টে রাইট ছবি: সিএনএন[/caption]

                                                                                 

  • সর্বশেষ
  • জনপ্রিয়