রাজু চৌধুরী : পিতার কাছে আবদার করে মোটরসাইকেল না পেয়ে চুরি করল অন্যের মোটরসাইকেল এবং পরে পুলিশের হাতে ধরা পড়ল সেই চোর ছেলে। ঘটনাটি ঘটেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায়।
সোমবার (১২ এপ্রিল) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন জানান, একটি মোটর সাইকেল চুরির অভিযোগের তদন্তে নেমে সেই চোরের আসল কাহিনী উদঘাটিত হয়। আটককৃত চোর মোঃ জিয়া উদ্দিন শুভ (১৯), পিতা-মোঃ সেলিম উদ্দিন, মাতা-খালেদা আকতার সুমি। সে জামালখান ওয়ার্ডের চেরাগী পাহাড়, শরীফ কলোনীতে নাজিম উদ্দিন বিল্ডিং এর ৩য় তলায় বসবাস করে। ওসি বলেন, অভিযোগকারী আবু মুসা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ষ্টেডিয়াম বিক্রয় ও বিতরণ বিভাগে ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন।
তিনি ইং রবিবার বিকাল অনুমান ০৩.০৫ টার সময় কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড়স্থ রেড রোজ নামক ফুলের দোকানের সামনে রাস্তার উপর মোটরসাইকেল রেখে ফুল ক্রয় শেষে দেখেন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। তখন আবু মুসা বাদী হয়ে এজাহার দায়ের করলে দঃ বিঃ আইনের ৩৭৯ ধারায় ০১টি মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান বলেন, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই সাইফুল আলমকে সাথে নিয়ে মোটরসাইকেল উদ্ধারে নেমে মামলার তদন্তকালে গুপ্তচর নিয়োগ করে আসামী মোঃ জিয়া উদ্দিন শুভ (১৯) কোতোয়ালী থানাধীন টাইগারপাস পুলিশ বক্সের পাশে চায়ের দোকানের সামনে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হই। এস আই মোমিনুল আরও বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে জানায় যে, সে তার পিতার নিকট হইতে ০১টি মোটরসাইকেল ক্রয় করার আবদার করে। তার পিতা আবদার না রাখায় সে মোটরসাইকেল চুরির কাজে নেমে পড়ে এবং মোটরসাইকেলটি দেখে নতুন ভার্সনের মোটরসাইকেল হওয়ায় এবং তার পছন্দ হওয়ায় সে মোটরসাইকেলটি চুরি করে।