শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

কায়সার হামিদ:  [২] ডেস্ক রিপোর্ট : কক্সবাজার র‍্যাব-১৫ এর সদস্যরা উখিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই রোহিঙ্গা ও এক স্থানীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বালুখালী টিভি কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭২০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে, পরে বিকাল সাড়ে ৫টার দিকে পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা জাহেদ হােসাইন ও স্থানীয় মােহাম্মদ আলমকে আটক করেন।

[৩] আটককৃত রোহিঙ্গারা হলেন, কুতুপালং ক্যাম্প-০১ (ব্লক এফ-১৪) এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ আইয়ুব,বালুখালী ক্যাম্প-১১ (ব্লক-সি-১৪) এর মােহাম্মদ কালুর ছেলে জাহেদ হোসাইন ও স্থানীয় মােহাম্মদ আলম টেকনাফ উপজেলার কেরানতলী এলাকার ছৈয়দ আলমের ছেলে।

[৪] র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল উখিয়ার বালুখালী টিভি কেন্দ্রের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে ৯ হাজার ৭২০ পিস ইয়াবাসহ আটক করে। পরে র‍্যাব-১৫ এর আরেকটি দল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আরো ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

[৫] কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়