শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

কায়সার হামিদ:  [২] ডেস্ক রিপোর্ট : কক্সবাজার র‍্যাব-১৫ এর সদস্যরা উখিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই রোহিঙ্গা ও এক স্থানীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বালুখালী টিভি কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭২০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে, পরে বিকাল সাড়ে ৫টার দিকে পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা জাহেদ হােসাইন ও স্থানীয় মােহাম্মদ আলমকে আটক করেন।

[৩] আটককৃত রোহিঙ্গারা হলেন, কুতুপালং ক্যাম্প-০১ (ব্লক এফ-১৪) এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ আইয়ুব,বালুখালী ক্যাম্প-১১ (ব্লক-সি-১৪) এর মােহাম্মদ কালুর ছেলে জাহেদ হোসাইন ও স্থানীয় মােহাম্মদ আলম টেকনাফ উপজেলার কেরানতলী এলাকার ছৈয়দ আলমের ছেলে।

[৪] র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল উখিয়ার বালুখালী টিভি কেন্দ্রের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে ৯ হাজার ৭২০ পিস ইয়াবাসহ আটক করে। পরে র‍্যাব-১৫ এর আরেকটি দল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আরো ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

[৫] কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়