শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁথিয়ায় হিন্দু পরিবারের জমি অবৈধভাবে দখলের চেষ্টা

আবুল কালাম : [২] প্রভাবশালীদের হুমকির মুখে রয়েছে পরিবারের লোকজন। সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

[৩] সরেজমিন গিয়ে জানা যায়, সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বনগ্রামের যোগেন্দ্রনাথ কর্মকার দুই ছেলেকে ২০১৪ সালে জমি দেন। জমির মাঝখান দিয়ে রাস্তা রেখে তারা দীর্ঘ দিন বসবাস ও ভোগ দখল করছেন। কিন্তু গত ২৮/১০/২০২০ তারিখে সুভাষ কর্মকার ও ঝন্টু কর্মকার পূর্ব দিকের জমি একটি অংশ এলাকার আব্দুল খালেকের নিকট বিক্রয় করেন। প্রভাবশালী খালেক পুর্ব দিকের জমি ক্রয় করে যোগেন্দ্রনাথের ছেলে ভরত ও বাবুলালের পশ্চিমের দিকের জায়গা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

[৪] ভরত কর্মকারের ছেলে তপন কর্মকার জানান, আব্দুল খালেক বিভিন্নভাবে তাদের লোক দিয়ে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তার নিকট জমি বিক্রি করতে বলছে।

[৫] এ ব্যাপরে আব্দুল খালেক বলেন, তিনি একই দাগে জমি ক্রয় করেছেন। তাই কেনা সম্পত্তি দখল করছি। একটুও বেশি নিচ্ছি না, এরা দিক নিয়ে অভিযোগ করছে।

[৬] এ বিষয়ে উপজেলার আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম বলেন, জমির বিরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে বিষয়টি মিমাংসার জন্য বলা হয়েছে। এরপরও না মানলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়