শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁথিয়ায় হিন্দু পরিবারের জমি অবৈধভাবে দখলের চেষ্টা

আবুল কালাম : [২] প্রভাবশালীদের হুমকির মুখে রয়েছে পরিবারের লোকজন। সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

[৩] সরেজমিন গিয়ে জানা যায়, সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বনগ্রামের যোগেন্দ্রনাথ কর্মকার দুই ছেলেকে ২০১৪ সালে জমি দেন। জমির মাঝখান দিয়ে রাস্তা রেখে তারা দীর্ঘ দিন বসবাস ও ভোগ দখল করছেন। কিন্তু গত ২৮/১০/২০২০ তারিখে সুভাষ কর্মকার ও ঝন্টু কর্মকার পূর্ব দিকের জমি একটি অংশ এলাকার আব্দুল খালেকের নিকট বিক্রয় করেন। প্রভাবশালী খালেক পুর্ব দিকের জমি ক্রয় করে যোগেন্দ্রনাথের ছেলে ভরত ও বাবুলালের পশ্চিমের দিকের জায়গা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

[৪] ভরত কর্মকারের ছেলে তপন কর্মকার জানান, আব্দুল খালেক বিভিন্নভাবে তাদের লোক দিয়ে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তার নিকট জমি বিক্রি করতে বলছে।

[৫] এ ব্যাপরে আব্দুল খালেক বলেন, তিনি একই দাগে জমি ক্রয় করেছেন। তাই কেনা সম্পত্তি দখল করছি। একটুও বেশি নিচ্ছি না, এরা দিক নিয়ে অভিযোগ করছে।

[৬] এ বিষয়ে উপজেলার আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম বলেন, জমির বিরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে বিষয়টি মিমাংসার জন্য বলা হয়েছে। এরপরও না মানলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়