ডেস্ক নিউজ: জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের বাস ভবনের একটি গাছে এ ফুল ফুটেছে। শনিবার রাত ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই ফুলগুলো ফোটে। ২১ মাস আগে গাছটি রোপন করেন রোখসানা পারভীন। গত বছর ডিসেম্বরে তার অন্য একটি গাছে ৫৬টি নাইটকুইন ফুটেছিল।
তার বাসা এবং অফিস কার্যালয়ে কাঠগোলাপ, ডে-লিলি, নীলমুনি, প্রেট্রোলিয়া, এ্যাডিমাস, ক্যাকটারস, অর্কিড, লিলিয়াম, পদ্ম, জবাসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সূত্র: ডিবিসি টিভি