শিরোনাম
◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: একটি (অ)সুন্দর ডায়েরি!

আশরাফুল আলম খোকন: ডায়েরি লেখার অভ্যাস আমার নেই। যদিও খুব ইচ্ছে ছিল ডায়েরি লিখবো। হয়তো এক সময় এই ডায়েরি’ই আমার না বলা অনেক কথা বলতো। সুখ দুঃখের মুহূর্তগুলো, জীবন সংগ্রামের প্রতিটি বাক আমার সন্তান ও পরিবারের কাছে স্মৃতি হয়ে থাকতো। ইংরেজিতে একটি কথা আছে “ বেটার লেট দ্যান নেভার”। ভাবছি এখন থেকে ডায়েরি লিখবো। পিছনের বিষয়গুলোও যতদূর মনে পরে এখন থেকে টুকে রাখবো।

বলতে কোনো সংকোচ নেই, এই উৎসাহ আমি পেয়েছি এমন একজনের থেকে যিনি এখন তার সন্তানদের কাছেও অনেকটা অস্পৃশ্য। পেশায় বিউটি পার্লারের কর্মী। হেফাজত নেতা মামুনুল হক এর কথিত স্ত্রী, মনোনিক বউ কিংবা শরিয়তি বউ। দেশের আইন অনুযায়ী যার কোনো বৈধতা নাই। আর ডায়েরির লেখা তথ্যই বলে এখনো তাদের বিয়েই হয়নি।

পরিবেশ পরিস্থিতিতে মানুষ বাঁচার জন্য হয়তো অনেক কথা বলে। কিন্তু সঠিক সত্যিটা ডায়েরি বলে দিয়েছে। জান্নাত আরার দুঃখী জীবনের অমানবিক কাহিনীও ডায়েরি’তে উঠে এসেছে। আলেম নামধারী একজন মানুষ, যিনি মানুষকে ধর্মের কথা বলেন- কারো কাছে পীর,আবার কারো কাছে রুহানি পিতা। সেই মানুষটি কতটা নিষ্ঠুর,কতটা অমানবিক, কতটা নিকৃষ্ট সেই সত্যটা ডায়েরি বলে দিয়েছে। শুধু কাম লালসা চরিতার্থ করতে একটি সংসার কিভাবে ভেঙেছে, কিভাবে দুই সন্তানের জননীকে রক্ষিতা হতে বাধ্য করেছে সব বর্ণনাই হয়তো পাওয়া যাবে ডায়েরিতে। সুন্নতি দাড়ি টুপির অবমাননা এবং এর নিচের কুৎসিত চেহারাটা এই ডায়েরি বের করে এনেছে।

ডায়েরির কথা একান্তই ব্যক্তিগত হয়। সব হয়তো জনসম্মুখে আনা উচিত না। জান্নাত আর ইতিমধ্যে যেহেতু প্রকাশ্যে এসে পরেছে, দেশে বর্তমানে আলোচিত একটি চরিত্র সুতরাং এই ডায়েরির লেখা প্রকাশ্যে আসতেই পারে। জান্নাত আরার সম্মান রক্ষা করে পত্রিকাগুলো ডায়েরির লেখাগুলোর ধারাবাহিক প্রকাশ করতেই পারে। এর মাধ্যমে ধর্মের লেবাসধারী এই ভন্ডদের মুখোশ আরও উন্মোচিত হবে এবং আরো অনেক মা বোন তাদের কথিত মানবিক লালসা থেকে মুক্তি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়