শিরোনাম
◈ নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ ◈ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, রাজধানীর প্রবেশপথে বসবে চেকপোস্ট ◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতা তৈরির কারখানায় টয়লেটের ভেতরে নিয়ে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা করার পর দুপুরে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- নীলফামারীর সদর থানার কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে আইয়ুব আলী (১৮)।

[৩] ধর্ষণের শিকার ওই নারী শ্রমিকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী শ্রমিক দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে ময়মনসিংহ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসে। পরে খাড়াজোড়া এলাকায় জাহানারা স্পিনিং মিলে কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার নাইট শিফটে ডিউটি করতে ছিলেন।

[৪] প্রায় রাত ৩টার দিকে ওই শ্রমিক হাত-মুখ ধোয়ার জন্য কারখানার ভিতরে ওয়াশরুমে যান। এসময় একই কারখানার শ্রমিক আইয়ুব আলী সেখানে যান। পরে তার মুখ চেপে ধরে একটি টয়লেটে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে টয়লেটে ফেলে রাখে এবং ঘটনাটি কাউকে জানালে খুনের হুমকি দিয়ে ধর্ষণকারী আইয়ুব চলে যায়।

[৫] এই বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে উপজেলার লতিফপুর এলাকার ভাড়া বাসা থেকে ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষণকারীকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

[৬] কালিয়াকৈর থানার (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়