শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্বুকে খবরটা দিতে পারলে ভালো লাগতো: শহিদুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের ২১ সদস্যের দলে। দলে জায়গা পাওয়ার দিনে শহিদুল সবচেয়ে বেশি মিস করছেন বাবা হাবিবুর রহমানকে। যাকে হারিয়েছেন গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দিকে।

[৩] শুক্রবার (৯ এপ্রিল) দল ঘোষণার পর শহিদুলের প্রতিক্রিয়ায় খুশির আমেজের চেয়েও বেশি ঝরেছে হতাশা। যে কোনো ক্রিকেটারের জন্যই জাতীয় দলে ডাক পাওয়ার দিনটা বিশেষ স্মরণীয়। শহিদুলের কাছেও তাই। তবে লুকাতে পারেননি হতাশা।

[৪] আজকের এমন একটা বিশেষ দিনে, যদিও প্রাথমিক দল তাও এমন একটা বিশেষ দিনে আব্বুরে খবরটা দিতে পারলে ভালো লাগতো। এখন তো কিছু করার নেই আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন।

[৫] গত ডিসেম্বরে শহিদুলের বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে করে চলে যান। তখন শহিদুল খেলছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ফাইনালে ওঠায় বাবার স্বপ্নপূরণে জানাজা শেষেই যোগ দেন দলের সঙ্গে। বাবার মৃত্যু শোক চেপে দল জেমকন খুলনাকে ট্রফি জয়ে রেখেছেন অনন্য ভূমিকা।

[৬] বাবার কথা স্মরণ করে শহিদুল আরও বলেন, এখন আমি সবচেয়ে মিস করছি বাবাকে। আমি খেলতে গেলে সব সময় আব্বু আম্মুর দোয়া নিয়ে বের হতাম। সর্বশেষ জাতীয় লিগেও এই প্রথম আব্বুর দোয়া নেওয়া ছাড়া বাসা থেকে বের হইছি।

[৭] প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া শহিদুল করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় লিগে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও দারুণ করেছেন। রংপুরের বিপক্ষে প্রথম রাউন্ডে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে খেলা এই পেসার দুই রাউন্ডে নিয়েছেন ৬ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়