শিরোনাম
◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্বুকে খবরটা দিতে পারলে ভালো লাগতো: শহিদুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের ২১ সদস্যের দলে। দলে জায়গা পাওয়ার দিনে শহিদুল সবচেয়ে বেশি মিস করছেন বাবা হাবিবুর রহমানকে। যাকে হারিয়েছেন গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দিকে।

[৩] শুক্রবার (৯ এপ্রিল) দল ঘোষণার পর শহিদুলের প্রতিক্রিয়ায় খুশির আমেজের চেয়েও বেশি ঝরেছে হতাশা। যে কোনো ক্রিকেটারের জন্যই জাতীয় দলে ডাক পাওয়ার দিনটা বিশেষ স্মরণীয়। শহিদুলের কাছেও তাই। তবে লুকাতে পারেননি হতাশা।

[৪] আজকের এমন একটা বিশেষ দিনে, যদিও প্রাথমিক দল তাও এমন একটা বিশেষ দিনে আব্বুরে খবরটা দিতে পারলে ভালো লাগতো। এখন তো কিছু করার নেই আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন।

[৫] গত ডিসেম্বরে শহিদুলের বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে করে চলে যান। তখন শহিদুল খেলছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ফাইনালে ওঠায় বাবার স্বপ্নপূরণে জানাজা শেষেই যোগ দেন দলের সঙ্গে। বাবার মৃত্যু শোক চেপে দল জেমকন খুলনাকে ট্রফি জয়ে রেখেছেন অনন্য ভূমিকা।

[৬] বাবার কথা স্মরণ করে শহিদুল আরও বলেন, এখন আমি সবচেয়ে মিস করছি বাবাকে। আমি খেলতে গেলে সব সময় আব্বু আম্মুর দোয়া নিয়ে বের হতাম। সর্বশেষ জাতীয় লিগেও এই প্রথম আব্বুর দোয়া নেওয়া ছাড়া বাসা থেকে বের হইছি।

[৭] প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া শহিদুল করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় লিগে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও দারুণ করেছেন। রংপুরের বিপক্ষে প্রথম রাউন্ডে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে খেলা এই পেসার দুই রাউন্ডে নিয়েছেন ৬ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়