শিরোনাম
◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন?

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আব্বুকে খবরটা দিতে পারলে ভালো লাগতো: শহিদুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কা সিরিজের ২১ সদস্যের দলে। দলে জায়গা পাওয়ার দিনে শহিদুল সবচেয়ে বেশি মিস করছেন বাবা হাবিবুর রহমানকে। যাকে হারিয়েছেন গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দিকে।

[৩] শুক্রবার (৯ এপ্রিল) দল ঘোষণার পর শহিদুলের প্রতিক্রিয়ায় খুশির আমেজের চেয়েও বেশি ঝরেছে হতাশা। যে কোনো ক্রিকেটারের জন্যই জাতীয় দলে ডাক পাওয়ার দিনটা বিশেষ স্মরণীয়। শহিদুলের কাছেও তাই। তবে লুকাতে পারেননি হতাশা।

[৪] আজকের এমন একটা বিশেষ দিনে, যদিও প্রাথমিক দল তাও এমন একটা বিশেষ দিনে আব্বুরে খবরটা দিতে পারলে ভালো লাগতো। এখন তো কিছু করার নেই আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন।

[৫] গত ডিসেম্বরে শহিদুলের বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে করে চলে যান। তখন শহিদুল খেলছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ফাইনালে ওঠায় বাবার স্বপ্নপূরণে জানাজা শেষেই যোগ দেন দলের সঙ্গে। বাবার মৃত্যু শোক চেপে দল জেমকন খুলনাকে ট্রফি জয়ে রেখেছেন অনন্য ভূমিকা।

[৬] বাবার কথা স্মরণ করে শহিদুল আরও বলেন, এখন আমি সবচেয়ে মিস করছি বাবাকে। আমি খেলতে গেলে সব সময় আব্বু আম্মুর দোয়া নিয়ে বের হতাম। সর্বশেষ জাতীয় লিগেও এই প্রথম আব্বুর দোয়া নেওয়া ছাড়া বাসা থেকে বের হইছি।

[৭] প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া শহিদুল করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় লিগে বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও দারুণ করেছেন। রংপুরের বিপক্ষে প্রথম রাউন্ডে করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে খেলা এই পেসার দুই রাউন্ডে নিয়েছেন ৬ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়